নতুন অধ্যায়ের সূচনা হল জাপানে। ঐতিহাসিক ভোটে জিতে দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সানায়ে তাকাইচি। ৬৪ বছরের তাকাইচি জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত। তিনি যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের একজন ভক্ত।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকাইচিকে অভিনন্দন জানিয়েছেন জাপানের পার্লামেন্টের সদস্যরা। তাকাইচি এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের একজন শিষ্য। এর আগে তাকাইচিকে ‘অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব’ বলে তাঁর প্রশংসা করেছিলেন ট্রাম্প। নির্বাচিত হওয়ার পর এখন তাকাইচির কাছে চ্যালেঞ্জ, মন্দা অর্থনীতির মোকাবিলা, মার্কিন-জাপানের সম্পর্কের উন্নয়ন এবং বিভক্ত শাসক দলকে ঐক্যবদ্ধ করা।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply