আশিকুর রহমান রনি : পঞ্চগড়
উগ্র হিন্দুবাদী সংগঠন ইসকন কর্তৃক টঙ্গীর ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণের প্রতিবাদে এবং ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে শহরের শের-ই-বাংলা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটি আয়োজন করে ইমান আক্বিদা রক্ষা কমিটি, পঞ্চগড়। এতে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
বক্তারা বলেন, ইসকনের দেশবিরোধী ও ইসলামবিরোধী কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। টঙ্গীর ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণ ঘটনা তারই সাম্প্রতিক ভয়াবহ উদাহরণ। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
এ সময় বক্তারা আরও জানান, ধর্মীয় নেতা, আলেম ও ইসলামী কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। প্রয়োজনে দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply