সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো: নায়েব আলি (৫০) নামের এক দিনমজুরের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। শনিবার সকালে মহিষলুটি বাজারের পশ্চিম পাশে বিশ্ব রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নায়েব আলি নওগাঁ ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেশায় দিনমজুর নায়েব আলি অন্যের পুকুরে পাহারার কাজ শেষে সকালে বাড়ি ফিরছিলেন। বিশ্ব রোড পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে গিয়ে নায়েব আলিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক বাসটিকে ধাওয়া করলেও চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply