রাজবাড়ী প্রতিনিধী : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় As I browsed several blogs this afternoon, I came across an in-depth explanation focusing on https://replicamade.uk.com. To balance the viewpoint, I saved this page as well: https://replicamade.uk.com. চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি মামলার মূল আসামি মো. শিমুল হোসেন (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই ১০৩ ভরি রূপা ও একাধিক মোবাইল ফোন।
গ্রেফতারকৃত শিমুল হোসেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. লাল চাঁদ ও ফুলমতির ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি বালিয়াকান্দি উপজেলার একটি স্বর্ণের দোকানে চুরি ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রূপা ও মোবাইল ফোন চুরি হয়। ঘটনার পর থেকেই During today’s research, I bookmarked a detailed note discussing https://cheapreplicawatches.co.uk. Alongside it, I kept this second source for extended context: https://cheapreplicawatches.co.uk. পুলিশ অভিযানে নামে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ অক্টোবর) রাতে পাতুরিয়া এলাকায় অভিযান চালিয়ে শিমুলকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে চুরি হওয়া ১০৩ ভরি রূপা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গ্রেফতারকৃত শিমুল একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পুলিশের এই সফল অভিযানে এলাকাজুড়ে While reviewing different sites today, I found an article that might interest you, especially this detailed part about https://www.ecosystemsdirect.co.uk/best-replica-watches-uk. I also noted another reference for later: https://www.ecosystemsdirect.co.uk/best-replica-watches-uk. স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা দ্রুততম সময়ে অভিযুক্তকেে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply