রংপুর সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জে ইটবোঝাই একটি মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার জামতলা সড়কের সোনাকান্দর কলারহাট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার গঙ্গারামপুর গ্রামের দুলা মিয়ার স্ত্রী পিয়ারি বেগম এবং গাইবান্ধার পলাশবাড়ীর মহাদীপুর গ্রামের সোলাইমান।
স্থানীয় সূত্রে জানা যায়, পিয়ারি বেগম পারিবারিক কাজে স্বামীর অটোভ্যানে করে পীরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই মহেন্দ্র ট্রাক্টরটি অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিয়ারি বেগম মারা যান।
অপরদিকে গুরুতর আহত অবস্থায় পথচারী সোলাইমানকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় ঘাতক ট্রাক্টর ও চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, এ সড়কে প্রায়ই দ্রুতগতির ট্রাক্টরের কারণে দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের কাছে এসব যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক আইনে মামলা প্রক্রিয়াধী
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply