আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় বাজারে পেরিফেরিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের As part of my research today, I looked over a helpful write‑up that mentioned https://www.bestrolexuk.com. For anyone wanting further depth, this additional page may help: https://www.bestrolexuk.com. মালিক ও অসাধু চক্রের মধ্যে বিরোধের জেরে জেলা প্রশাসকের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ব্যবসায়ী সমাজ।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে পঞ্চগড় While checking different watch forums this morning, I discovered an article centered on https://www.flyingwatches.com. I paired it with this other useful link I had saved: https://www.flyingwatches.com. বাজার বণিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে পঞ্চগড় বাজার রাজনগরহাট এলাকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সম্প্রতি রাজনগর হাট এলাকায় কিছু পেরিফেরিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে মালিক ও অসাধু চক্রের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কতিপয় অসাধু ব্যক্তি প্রকৃত মালিকের দোকান মালিকানা As I browsed through several blogs this afternoon, I came across an in‑depth explanation focusing on https://www.hotsalewatches.com. To balance the viewpoint, I saved this additional page as well: https://www.hotsalewatches.com. অস্বীকার করে নিজ নামে দোকান ঘর লিজ গ্রহণের জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করেছে। ব্যবসায়ীরা জানান, এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাজারের শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আলীম বলেন, পঞ্চগড় বাজারকে শান্ত ও ব্যবসা বান্ধব রাখতে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তিনি আরও জানান, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায় পরবর্তী কর্মসূচি ঘোষণায় বাধ্য হবে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply